পাইকগাছায় শ্যালো ইঞ্জিন চালিত যান ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

প্রকাশিত: ০৪ অগাস্ট, ২০২১ ১১:৩৬:০০

পাইকগাছায় শ্যালো ইঞ্জিন চালিত যান ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

পাইকগাছায় শ্যালো ইঞ্জিন চালিত যান ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

মোঃ জাহিদুল ইসলাম জিহাদ,পাইকগাছা প্রতিনিধি,খুলনা: খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী ৫ নং ওয়ার্ডের ঋষিপাড়া মোড়ে অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত আলম সাধু ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন এবং  গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

ঘটনার বিবরণে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও রাড়ুলী পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়,আজ সকাল দশটার দিকে বাঁকা রোডের রাড়ুলী ৫ নং ওয়ার্ডের ঋষি পাড়ার মোড়ে সামনা সামনি আসা মটর সাইকেল ও শ্যালো ইঞ্জিন চালিত যানবাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে উপজেলার রাড়ুলী পুলিশ ক্যাম্পের এ এস আই গোলাম রসুল সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাইকগাছা উপজেলা কমপ্লেক্সে প্রেরণ করেন। 

পাইকগাছা উপজেলা কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর আহতদের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাবিবুর রহমান খুলনা মেডিকেলে মৃত্যু বরণ করেছেন। আহত অপর দুই জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর পরই ঘাতক আলম সাধু চালক খাইরুল ইসলাম (২৫) পিতা:মতলেব সরদার, গ্রাম: শ্রীকন্ঠপুর পলাতক অবস্থায় আছেন। হাবিবুরের মৃত্যুতে তাঁর আত্নীয় স্বজনদের হাহাকারে শ্রীকন্ঠপুর গ্ৰামের বাতাস ভারী হয়ে উঠেছে। অন্যদিকে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

হাইকোর্টের নিষেধাজ্ঞার পরেও দেশের বিভিন্ন সড়কে চলছে নছিমন,করিমন,আলম সাধুর মতো প্রাণঘাতী যানবাহন। যার কারণে সড়কে প্রতিনিয়ত ঝরছে রক্ত, মরছে মানুষ। দীর্ঘ হচ্ছে সড়কে মানুষের মৃত্যুর মিছিল। পাশাপাশি অনেকে সারা জীবনের মতো পঙ্গুত্ব বরণ করছেন।

প্রজন্মনিউজ২৪/জাহিদুল ইসলাম জিহাদ/সি এইচ খালেকুজ্জামান
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ