ময়মনসিংহে নার্স-টিকাদানকর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ০৪ অগাস্ট, ২০২১ ১০:৪০:৪০

ময়মনসিংহে নার্স-টিকাদানকর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন

ময়মনসিংহ প্রতিনিধি: ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ (মর্ডানা) টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তে নার্স ও টিকাদানকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭ আগস্ট থেকে প্রতিটি ওয়ার্ডে দৈনিক ৬০০ ব্যক্তিকে করোনা টিকা প্রদানের উদ্দেশ্যে আজ বেলা ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ সুনামধন্য শাহাবুদ্দিন মিলায়াতনে।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথের সভাপতিত্বে কর্মশালায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লিমা, মেডিকেল অফিসার ডা. তাসমিয়া জান্নাত এবং নার্স ও টিকাদানকর্মীগণ উপস্থিত ছিলন। এসময়ে সর্বমোট ২৭৩ জন নার্স/টিকাদানকর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এছাড়াও ওয়ার্ডপর্যায়ের টিকাদান কার্যক্রমে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও সংযুক্ত কর্মকর্তা ছাড়াও ২৯৭ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

প্রজন্মনিউজ২৪/হেদায়েত উল্লাহ সানি/সি এইচ খালেকুজ্জামান 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ