ছাত্রদল থেকে  উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী রাসেল

প্রকাশিত: ০৪ অগাস্ট, ২০২১ ০৯:৫২:২৪

ছাত্রদল থেকে  উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী রাসেল

হারুন,গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় আব্দুল্লাহ আল মেহেদী রাসেল বিএনপির সহযোগী সংগঠন একসময় ছাত্রদলের নেতা ছিলেন বলে অভিযোগ উঠেছে। অনুপ্রবেশকারী এ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটিসহ জেলা, উপজেলা কমিটির নিকট অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান।

অভিযোগ সূত্রে জানা গেছে,বিএনপি - জামায়াতের চারদলীয় জোট সরকারের আমলে ২০০১ সালে উপজেলার বামনডাঙ্গা আঞ্চলিক শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন রাসেল । পরে ২০০৩ সালে উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তিনি।

২০১০ সালে উপজেলার আজেপাড়া দাখিল মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করেন। এঘটনায় তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় জি আর ২৭৫/২০১০ নং মামলা দায়ের করেন মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার। অভিযোগ সূত্রে আরো জানা যায়, আব্দুল্লাহ আল মেহেদী রাসেল জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তথা ছাত্রদলের নেতা পরবর্তীতে সেই মামলা থেকে নিজেকে বাঁচাতে আওয়ামী লীগের কর্মী বনে যান। পরে সুযোগ বুঝে সত্য গোপণ করে তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক পদটি বাগিয়ে নেন বলে দাবী অনেকের। এ নিয়ে উপজেলায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

প্রজন্মনিউজ২৪/হারুন/সি এইচ খালেকুজ্জামান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ