ডেঙ্গু প্রতিরোধে মসিকের চলমান কর্মসূচির ৯ম দিনে ৩য় জোনের কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৪ অগাস্ট, ২০২১ ০৯:৩২:২৭

ডেঙ্গু প্রতিরোধে মসিকের চলমান কর্মসূচির ৯ম দিনে ৩য় জোনের কার্যক্রম শুরু

রোধ ও ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই থেকে শুরু হয় মশিকের মশক নিধন কর্মসূচি। কর্মসূচির ৯ম দিনে আজ ৩ আগষ্ট থেকে ৩য় জোনে কার্যক্রম শুরু করে।৩য় জোনে অর্ন্তভুক্ত ওয়ার্ডসমূহ হলো ১৩, ১৪, ১৫, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ ও ২৬।

মসিক মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় কর্মসূচির বাস্তবায়ন করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।তিনি বলেন ,জনস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের  একমাত্্রলক্ষ্য। সে লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

এতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ এবং সিটি কর্পোরেশনের দয়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ নিয়মিত তদারকি করছেন।আজ ৩য় জোনের ওয়ার্ডসমূহের মশক নিধন কার্যক্রমে উপস্থিত ছিলেন  স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ পরিদর্শন করেন।

প্রজন্মনিউজ২৪/হেদায়েত উল্লাহ সানি/সি এইচ খালেকুজ্জামান 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ