দিনাজপুরে শুরু হয়েছে বিখ্যাত জিরা শাইল ধানের চাষ

প্রকাশিত: ০৩ অগাস্ট, ২০২১ ১১:২৮:১৬

দিনাজপুরে শুরু হয়েছে বিখ্যাত জিরা শাইল ধানের চাষ

দিনাজপুরে শুরু হয়েছে বিখ্যাত জিরা শাইল ধানের রোপন


দিনাজপুরের নবাবগঞ্জ থানায় পুরোদমে শুরু হয়েছে দিনাজপুরের বিখ্যাত চিনিগুড়া চালের ধান জিরা শাইলের চারা রোপন। অন্যান্য ধানের তুলনায় এই ধান চাষে বেশ আগ্রহী এলাকার কৃষকেরা।এর বিশেষ কারন হচ্ছে দিনাজপুর জেলা ছাড়া অন্যান্য এলাকায় এ ধানের তেমন চাষ হয়না, ফলে চাহিদা থাকায় দামও বেশি থাকে।

বেশ কিছু কৃষকের সাথে সাক্ষাত করে জানা যায়, দাম বেশি থাকলেও এই ধানে কখনো কখনো লাভ করা সম্ভব হয়না।কারন হিসেবে বলেন, এই ধানে প্রচুর কীটনাশক ব্যবহার করতে হয় তা নাহলে তেমন ফলন পাওয়া যায়না।পাশাপাশি অনেক রোগে আক্রান্ত হয় ক্ষেত।

তাই স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ ও সহযোগীতা কামনা করেন স্থানীয় কৃষকেরা। নবাবগঞ্জ কৃষি সম্প্রসারন অফিসার রাকিবুল ইসলাম তাদের পাশে থাকার আশ্বাস  দেন।

প্রজন্মনিউজ২৪/মোঃইমরান হোসাইন/সি এইচ খালেকুজ্জামা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ