নেত্রকোণা বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের ভিড়

প্রকাশিত: ০১ অগাস্ট, ২০২১ ০১:২৫:০৪ || পরিবর্তিত: ০১ অগাস্ট, ২০২১ ০১:২৫:০৪

নেত্রকোণা বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের ভিড়

মহামারী করোনা  ভাইরাস  ভয়াবহ রুপ ধারণ করায় সরকারের কঠোর লকডাউন মানতে নারাজ নেএকোনা জেলার গার্মেন্টেসের সাধারণ শ্রমিকরা।  প্রশাসনের চোখ  ফাঁকি  দিয়ে  নেত্রকোণা জেলার পাল্লা বাসস্ট্যান্ডে ভিড় দেখা  দিয়েছে সাধরণ যাত্রিদের ।   বাস না চলায় তাদের ভেঙ্গে ভেঙ্গে  যেতে হচ্ছে।

তাদের একজনের  কাছ থেকে জিজ্ঞাসা করে জানা যায় যে  কঠোর  লকডাউন  মধ্যে   গার্মেন্টস খুলে দেওয়ায় সময় মতো গন্তব্যস্থলে উপস্থিত না হলে আমাদের কর্ম থাকবে না, তাই সরকারে কঠোর লকডাউন  বিধি নিষেধ  না মেনে আমার ঢাকা উদ্দেশ্য যাত্রা করতে বাধ্য হয়েছি। চাকরি আমাদের একমাত্র  সম্বল। আমার আয়ে আমার পরিবার চলে। আমি যদি কর্ম না করি তাহলে আমার পরিবার না খেয়ে অনাহারে থাকবে।হয়তো আমি করোনা ভাইরাসে  মৃত্যুবরণ করব কিন্তু আমার  স্ত্রী,ছেলেমেয়েরা কয়েক দিন শান্তিতে জীবন যাপন করতে পারবে। তাই জীবন ঝুঁকি  নিয়ে ঢাকা উদ্দেশ্য রওনা করিলাম 

প্রজন্মনিউজ২৪/রেজাউল করিম/আ.খালেক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ