চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

প্রকাশিত: ০১ অগাস্ট, ২০২১ ১১:৪৯:৪৭

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের নমুনায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৯৫০ জনে।এ পর্যন্ত জেলায় মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৩০৮ জন।

শনিবার (৩১ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, জেলায় এ পর্যন্ত শনাক্তের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২ হাজার ৭৩৮ জন, শিবগঞ্জ উপজেলায় ৮৬০ জন, গোমস্তাপুর উপজেলায় ৬৫৭ জন, নাচোল উপজেলায় ৩৭৩ জন ও ভোলাহাট উপজেলায় ৩২২ জন।

তিনি আরো  জানান, জুলাই মাসে ৬ হাজার ২২২ জনের নমুনা পরীক্ষায় ৭৮৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এতে সংক্রমণের হার ১২ দশমিক ৪২ শতাংশ।চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন চার জন। আর ওই ইউনিট থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ৭ জন রোগী।

ইউনিটের তথ্য প্রদান কর্মকর্তা ডা. আহনাফ শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেন।

প্রজন্মনিউজ২৪/সিফাত/আ. খালেক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ