কম বয়সে চুলে পাক ধরলে কী করবেন  

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২১ ০৪:৫৮:৪৩

কম বয়সে চুলে পাক ধরলে কী করবেন  

বয়সের কোটা ত্রিশ না পেরুতেই অনেকের চুল পেকে যায়। এতে আরো বয়স্ক দেখায়। রূপ সচেতন তরুণ-তরুণীদের চিন্তার অন্ত থাকে না এ সমস্যায়। চুলে রঙ বা কলপ ব্যবহার সাময়িক সমাধান হলেও এর স্থায়ী সমাধানের পথও রয়েছে। আর এটা যে খুব কঠিন কিছু তাও নয়। ঘরেই তৈরি করে নিন এমন এক পানীয়, যা নিয়মতি পান করলে চুলের রঙ কালো হবে এবং চুলের স্বাস্থ্যও ভালো থাকবে।

পাকা চুলের সমস্যা নিয়ন্ত্রণে যে পানীয়টা বানাবেন তার জন্য কিন্তু খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। হাতের কাছে কয়েকটি জিনিস রাখলেই মিনিট দশেকের মধ্যে তৈরি করে ফেলতে পারেন প্রয়োজনীয় সেই পানীয়।

প্রথমে লেবু খোসাসহ ছোট ছোট টুকরা করে ফেলুন। এবার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে দিন। ভালো ভাবে ব্লেন্ড করে তা চামচ দিয়ে নেড়ে একটি কাচের বোতলে ভরে রাখুন। প্রতিদিন দুইবেলা খাওয়ার এক ঘণ্টা আগে এক চামচ করে এই পানীয় খাবেন। তিন মাসে নিয়ম করে খেতে হবে।

যারা এই পানীয় খেয়েছেন, সকলের বক্তব্য এতে চুলের স্বাস্থ্য ফেরে এবং পাকা চুলের সমস্যা তো কমেই। তবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা পানীয়টি খাওয়ার আগে চিন্তা করে নেবেন।

প্রজন্মনিউজ২৪/রায়হান
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ