রূপপুরে সেপ্টেম্বরের মধ্যে পারমাণবিক চুল্লি বসানোর সম্ভাবনা: ওসমান

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২১ ০৩:৪৭:০২ || পরিবর্তিত: ৩১ জুলাই, ২০২১ ০৩:৪৭:০২

রূপপুরে সেপ্টেম্বরের মধ্যে পারমাণবিক চুল্লি বসানোর সম্ভাবনা: ওসমান

করোনা মহামারী পরিস্থিতি থামার কোনো লক্ষণ নেই। এরপরও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যা আজ দৃশ্যমান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান কাজের অগ্রগতির খবর নিশ্চিত করে আরো বলেন, ঈদুল আযহার দিনেও প্রকল্পের কাজ চলামান ছিল। প্রথম ইউনিটে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে পারমাণবিক চুল্লি বসানোর সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী বলেন, গত এক বছরেরও বেশী সময় ধরে করোনা মহামারীর মধ্যে গাইড লাইন অনুযায়ী প্রথম ইউনিটের নির্মাণ কাজের অগ্রগতির সাথে সাথে দ্বিতীয় ইউনিটের কাজও সাবলীলভাবে এগিয়ে চলছে। মহামারীর শুরু থেকেই রূপপুর প্রকল্পে স্বাস্থ্যবিধি মেনে দেশী ও বিদেশী শ্রমিক কাজ করছে। একদিনের জন্যও কাজ বন্ধ রাখা হয়নি। ইতোমধ্যেই আমরা প্রকল্পে কর্মরত সকলকে টিকার আওতায় আনার পদক্ষেপ গ্রহন করেছি। রাশিয়ার সহযোগিতায় দেশীয় কর্মকর্তা ও প্রকৌশলীদের স্পুটনিক ভি টিকা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকলকেই টিকা দেওয়া হবে।

প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, সিডিউল অনুযায়ী নির্মাণ কাজ এগিয়ে চলেছে । দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর পাওয়ার ভেসেলে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশের জল সীমানায় এসে পৌঁছাবে। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ৩৭ ভাগ এবং প্লান্টের কনসট্রাকশন ৩৮.৬৫ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনের নির্মাণ কাজ ভূপৃষ্ঠের তলদেশে মাইনাস ৮.৪৫ মিটার থেকে মাইনাস ৫.৪৫ মিটার পর্যন্ত ঢালাইসহ ৩০ মিটার কাজ সম্পন্নের পর উপরিভাগের কাজ চলছে। উপরিভাগের কাজ চলতি মাসের শেষে ৬১ মিটার পর্যন্ত উন্নিত হবে বলে জানান তিনি।

প্রজন্মনিউজ২৪/আসিফ আহমাদ /রায়হান
পাবনা  

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ