বিপুল অস্ত্রসহ ইসরায়েলের গুপ্তচর চক্র গ্রেপ্তারঃ দাবি ইরানের

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২১ ০১:৪৯:২৪

বিপুল অস্ত্রসহ ইসরায়েলের গুপ্তচর চক্র গ্রেপ্তারঃ দাবি ইরানের

বিপুল অস্ত্রসহ ইসরায়েলের গুপ্তচর চক্র গ্রেপ্তারের দাবি ইরানের

ইসরায়েলের হয়ে কাজ করা একটি গুপ্তচর চক্রকে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরান।মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়, এই চররা ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত।

 তারা ইরানে পানি সংকট নিয়ে শুরু হওয়া দাঙ্গা-বিক্ষোভ আরও উস্কে দিতে অস্ত্র ব্যবহার এবং হত্যাকাণ্ড ঘটানোরও পরিকল্পনা করছিল।ইরানের নিরাপত্তা বাহিনী ওই গুপ্তচরদের গ্রেপ্তারের সময় গুপ্তস্থানে রাখা অস্ত্রশস্ত্রও জব্দ করেছে। এগুলো সাম্প্রতিক বিক্ষোভের সময় ব্যবহার করার পরিকল্পনা চলছিল। তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি।

সম্প্রতি পানির দাবিতে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক বিক্ষোভ হয়। পরে তা রাজনৈতিক রূপ পায়। এতে হতাহতের ঘটনাও ঘটে।কর্তৃপক্ষ বলছে, দেশটিতে পানি নিয়ে সংঘটিত সাম্প্রতিক বিক্ষোভে যাতে সহিংসতা হয় সে জন্য উসকানি দেওয়া হয়েছে।

দেশটির গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিক্ষোভে অস্ত্রশস্ত্র ব্যবহার করতে চেয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের লোকজন। গুপ্তহত্যার পরিকল্পনা ছিল তাদের।

ইরান দেশে অস্থিরতা কিংবা বিক্ষোভ-সহিংসতা উস্কে দেওয়ার জন্য প্রায়ই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো শত্রু রাষ্ট্র এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি আরবকে দায়ী করে থাকে।

প্রজন্মনিউজ২৪/টিএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ