ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২১ ১১:২৩:৪৪

ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন

ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধিঃ গতকাল(২৭ জুলাই) দিনাজপুরের বীরগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন,খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে সকল অন্যায় ও অপরাধ কর্মকান্ড থেকে দুরে রাখা সম্ভব। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে ২০ টি ফুটবল প্রশিক্ষণরত খেলোয়াড়দের হাতে তুলে দেন এবং গ্রুপ ছবিতে অংশ নেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ