প্রকাশিত: ১৯ জুলাই, ২০২১ ০২:০৬:৫৬
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৪ জন মারা গেছেন। রবিবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচ ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর তিন, নাটোরের চার, চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ ও কুষ্টিয়ার দুই জন করে এবং পাবনার একজন রোগী আছেন।
করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫০৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন।
প্রজন্মনিউজ২৪
একের পর এক চক্রান্তের ফাঁদ পেতেছে: সজীব ওয়াজেদ জয়
১৫ আগস্ট : ইতিহাসে আজকের এই দিনে
সন্দ্বীপ কাটগড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শোক দিবস পালন
জার্মানিতে আটকে আছে রাশিয়ার ১০টি বিমান
রামগঞ্জে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
শশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ