বগুড়ায় স্বাস্থ্যবিধী না মেনে কুরবানীর হাট

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২১ ১১:৫৭:২৫

বগুড়ায় স্বাস্থ্যবিধী না মেনে কুরবানীর হাট

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় স্বাস্থ্যবিধি না মেনে শুরু হয়েছে পশু কুরবানির হাট, নেই কোন সচেতনতা। বগুড়ায় কুরবানি হাট করার জন্য জেলা প্রশাসক যে শর্ত দিয়েছিলো তার বড় একটি অং স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ব ও মাক্স সংক্রান্ত।

বলা হয়েছিলো মাক্স ছাড়া কেহই হাটে প্রবেশ করতে পারবে না। ক্রেতা ও বিক্রেতার মধ্যে দুরত্ব তিন ফুট থাকতে হবে। কিন্তু বিভিন্ন হাট পরিদর্শন করে দেখা দেখা যায়, হাটে নেই কোন স্বাস্থ্যবিধি, নেই সামাজিক দুরত্ব। বেশি ভাগ লোকেরি নেই মাক্স। 

এলাকার সচেতন লোকদের ধারনা, এমন পরিস্থিতি থাকলে করোনার প্রভাব অচিরেই বৃদ্ধি পাবে। প্রত্যক হাটে প্রশাসনের তৎপরতা বেশি থাকলে, তবেই সামাজিক স্বাস্থ্যবিধি মানবে।

হাট কতৃপক্ষ বলেন, লোকজনের সচেতনতা বাড়ানোর জন্য প্রচার প্রচারনা সহ সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হাটে ক্রেতা ও বিক্রেতা বেশি হওয়ার কারনে অনেক সময় স্বাস্থ্যবিধি মানতে চাইনা। সামনে দিনগুলোতে প্রশাসনের সাহযোগীতা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পশু কেনা বেচা হবে ইনশাআল্লাহ।

প্রজন্মনিউজ২৪/এফএম
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ