গাইবান্ধায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৮

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২১ ১২:৩৩:১০

গাইবান্ধায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৮


আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় গত ২৪ ঘন্টায়  আজ বুধবার করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত  ৫৮ জন এবং দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পলাশবাড়ী ও সদরে এক জন করে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো  ২৯ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে করোনায় সনাক্ত হয়েছে সদর উপজেলায় ২১, গোবিন্দগঞ্জে ১২ ,ফুলছড়িতে ৫, সুন্দরগঞ্জে ৯, সাঘাটায় ১, পলাশবাড়ীতে ২ ও সাদুল্যাপুর উপজেলায় ৮ জন। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ৬৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬৮ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৩৮ জন। 

জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১০ হাজার ৪৮৪ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে।  এছাড়া জেলায় করোনায় শনাক্ত ২ হাজার ৭৮০ জনের মধ্যে ১ হাজার ৯৮৯ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। 

প্রজন্মনিউজ২৪/এফএম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ