টানা বন্ধে বিপন্ন ছাত্রজীবন

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২১ ০১:৩০:৩৪

টানা বন্ধে বিপন্ন ছাত্রজীবন

বৈশ্বিক মহামারির করোনার কবলে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।টানা ১ বছরেরও বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীর বৃহৎ একটি অংশ উৎসাহ হারিয়ে বিপন্ন অবস্থায়। এস্যাইনমেন্ট এবং অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষাকার্যক্রম চালু রাখতে চেষ্টা করলেও কার্যত যথেষ্ট নয়। দীর্ঘসময় ধরে বাসায় বসে থাকতে থাকতে একগুঁয়েমি জীবন পার করছেন তারা।শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা কম্পিউটার গেম সহ নানারকম আসক্তিতে জড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা,মনন বিকাশের ক্ষেত্র নষ্ট হচ্ছে। টানা বন্ধের ফলে সহপাঠী শিক্ষকদের সাহচর্য থেকে বঞ্চিত হওয়ায় তারা এক দুঃসহ সময় পার করছেন। শিক্ষার্থীদের উৎসাহ ধরে রাখতে কিছু কিছু ব্যবস্থা গ্রহন করলেও তাহা অপ্রতুল।অনলাইনে শিক্ষাব্যবস্থা বৈষম্যকে আরো বাড়িয়ে দিচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ব্যবস্থা, ডিভাইস কেনার অক্ষমতা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করছে মধ্যবিত্ত, নিম্নবিত্তদের।বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ থাকায় উচ্চ শিক্ষার্থীরাও হতাশার করাল গ্রাসে আচ্ছন্ন হয়ে অনেকে আত্মহননের পথ বেঁচে নিয়েছে। এছাড়াও জীবিকার তাগিদে অনেক শিক্ষার্থী ভিন্ন পেশা অবলম্বন করছে। নারী শিক্ষার্থীদের একটি অংশের বিবাহ হয়ে যাচ্ছে। টানা বন্ধে শিক্ষাজীবন নষ্ট হওয়ার আশংকা করছেন অনেক শিক্ষার্থী।
প্রজন্মনিউজ২৪/মেজবা উদ্দিন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ