সৌদি আরবে ২০ জুলাই ঈদ, সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২১ ০১:৩৬:২৫

সৌদি আরবে ২০ জুলাই ঈদ, সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

আগামী ২০ জুলাই (মঙ্গলবার) সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির সর্বোচ্চ আদালত আজ রবিবার (১১ জুলাই) জিলহজ মাসের প্রথম দিন ঘোষণা করেছে। জিলকদ মাস শেষ হয়েছে গতকাল। ১৯ জুলাই পবিত্র হজ। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে সেটা জানা যাবে আজ সন্ধ্যায়।

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।

গতকাল ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা কমিটির সভা শেষে পবিত্র ঈদুল আজহার দিন তারিখ ঘোষণা করা হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসাবে ২১ জুলাই বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে পুরো বিষয়টিই চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

প্রজন্মনিউজ২৪/এফএম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ