ফৌজদারি মামলায় অভিযুক্ত মোদির মন্ত্রিসভা

প্রকাশিত: ১১ জুলাই, ২০২১ ০১:১৩:৩৩

ফৌজদারি মামলায় অভিযুক্ত মোদির মন্ত্রিসভা

সম্প্রতি মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ তার মন্ত্রিপরিষদের বহর বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। এদের মধ্যে ৪২ শতাংশের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের মামলা আছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস’ বা এডিআর।

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের বিরুদ্ধে খুন, হত্যা চেষ্টা ও রাহাজানির অভিযোগে বিভিন্ন সময় এসব মামলা দায়ের হয়েছে। এছাড়া তাদের মধ্যে ৯০ শতাংশই কোটিপতি। নতুন মন্ত্রিসভার মোট ৩৩ জনের (৪২ শতাংশ) বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। ২৪ জনের বিরুদ্ধে খুন, হত্যা চেষ্টা ও রাহাজানির মতো গুরুতর অভিযোগ আছে। এদের মধ্যে পশ্চিমবঙ্গের কোচবিহার কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপির প্রার্থী ও বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের অভিযোগ রয়েছে।

নির্বাচনের সময় প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা দাখিল করেছিলেন সেটির ভিত্তিতেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।#

প্রজন্মনিউজ২৪/এফএম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ