গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত: ১১ জুলাই, ২০২১ ১১:৪৯:৫৭

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকেরা জানান, তিন বছরের ওভারটাইমসহ গত বছরের তিন মাসের বেতন বকেয়া রয়েছে।এছাড়া প্রতি মাসেই বেতনের সময়ে আন্দোলন করতে হয়। গত ঈদের আগেও আন্দোলন করে বেতন নিতে হয়েছে। গত মে মাসে আন্দোলন করা হয়। এ সময় কারখানার মালিক জানান, ১৪ জুন বেতন দেয়া হবে। কিন্তু সেদিন না দিয়ে ফের ২২ জুন ও এরপর ২৮ জুন বেতন দেয়ার কথা বলা হয়। তবে এখন পর্যন্ত সেই বেতন পরিশোধ করা হয়নি। করোনার এ সময়ে বাধ্য হয়ে তারা বিক্ষোভে নেমেছেন।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর বলেন, ‘ওই কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কাজে যোগদান করেন। সকাল পৌনে ১০টার দিকে কিছু শ্রমিক বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাদের সঙ্গে অন্যরাও যোগ দেন। পরে তারা জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় থেমে থেমে যানবাহন চলাচল করে। পরে দুপুর ১২টার দিকে শিল্প পুলিশসহ কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের অনুরোধ করলে তারা কারখানা সীমানার ভেতরে চলে যান।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারখানার এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘মালিকপক্ষ ১৫ জুলাই বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন। কারখানার ছয়-সাত জন কর্মচারীর কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। ৭ জুলাই পরিশোধের তারিখ থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। পরে ১৫ জুলাই তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলে তারা তা না মেনে বিক্ষোভ শুরু করেন এবং সড়ক অবরোধ করেন।’

প্রজন্মনিউজ২৪/তারিক আদনান
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ