বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

প্রকাশিত: ১০ জুলাই, ২০২১ ০৩:০২:১৫

বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হতে যাচ্ছেন পিটার হাস।শুক্রবার (৯ জুলাই) হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, চারটি দেশের জন্য নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান ও মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ার।পিটার হাস বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, পিটার ডি. হাস মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর যুক্তরাজ্য ও ভারতে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
সিনেটের অনুমোদন পেলে তিনি আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হবেন। আর্ল আর মিলার ২০১৮ সালের ১৩ নভেম্বর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজন্মনিউজ২৪/তারিক আদনান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ