চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ মাদক এ্যাম্পল ইঞ্জেকশনসহ আটক ১

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২১ ০১:০১:৪৯

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ মাদক এ্যাম্পল ইঞ্জেকশনসহ আটক ১

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: লকডাউনে থেমে নেই চাঁপাইনবাবগঞ্জের মাদক ও চোরাকারবারিরা। র‌্যাব, বিজিবি, পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ লকডাউনেও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের মাদকসহ আসামি আটক করে মামলা দিচ্ছে। তবু যেন থামছে না মাদক পাচার, বিক্রি, সেবন।

এরই ধারাবাহিকতায় বুধবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির ৫ নং ওয়ার্ড বিশ্বনাথপুর মুন্নাপাড়ার মৃত আলতাজ মাস্টারের বাড়ীর সামনে রাস্তায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ২৫০ পিস নিষিদ্ধ ঘোষিত মাদক এ্যাম্পল ইনজেকশনসহ শিবনগর কাইট্রাপাড়ার মাহিদুর রহমান (৪০) নামে ১ ব্যক্তিকে আটক করে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাহিদুর মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।#

প্রজন্মনিউজ২৪/ফাহাদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ