গাইবান্ধায় বেড়েই চলছে জ্বর সর্দি কাশির রোগীর

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২১ ১০:১৮:৫০

গাইবান্ধায় বেড়েই চলছে জ্বর সর্দি কাশির রোগীর

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর সর্দি -কাশির  রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। প্রতিদিন জ্বর সর্দি- কাশি  হাজারের উপরে রোগী চিকিৎসা নিচ্ছে। ডাক্তারা করোনার টেস্ট দিলেও ভয়ে অনেকেই জ্বর সর্দি-কাশির চিকিৎসা নিয়ে বাড়ি যাচ্ছেন। 

শহরের জেলা হাসপাতালে ঘুরে দেখা যায়, ভর্তি রোগীরা বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ তাদের চিকিৎসা ভালো মতে হচ্ছে না। কোন দিন ডাক্তার আসে আবার আসেও না। নার্সরা রোগীদের তেমন খোঁজ খবর নেন না। এছাড়াও নার্সদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা। 

এ সব অভিযোগের বিষয়ে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. মেহেদী হাসান বলেন, জনবল সংকটসহ নানা অসুবিধার মধ্যে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা চালু রাখা হয়েছে। সীমিত সংকট চিকিৎসক রোগীর সেবা দিতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন বলে জানান। 

প্রজন্মনিউজ২৪/এফএম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ