দিনাজপুরে চতুর্থ শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২১ ০৪:০৭:৫৬ || পরিবর্তিত: ০৪ জুলাই, ২০২১ ০৪:০৭:৫৬

দিনাজপুরে চতুর্থ শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার

দিনাজপুরে চতুর্থ শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার

তাফহিমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি// দিনাজপুরের কাহারোল উপজেলার রসূলপুর ইউনিয়নের বনড়া গ্রামে
বিলের পাশে মাটির নিচ থেকে চতুর্থ শ্রেনীর এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার)
সকাল ১০ টায় স্থানীয় সংবাদের ভিত্তিতে মাটি খুঁড়ে পুলিশ ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করে। নিহতের লাশ
ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ওই কিশোরীর নাম জাকিয়া আক্তার(১১)। সে উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 
চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী। প্রাইভেট পড়তে যাবার সময় তার পরনে ছিলো কালো রংয়ের জামা পাজামা ও স্কুল
ব্যাগ । তার বাবার নাম মো. জাহাঙ্গীর আলম। পেশায় তিনি সার ও কীটনাশক ব্যবসায়ী।
 
নিহত জাকিয়া আক্তারের চাচা স্কুল শিক্ষক রাজু আহম্মেদ বলেন, প্রায় ১মাস হলো জাকিয়া তরলা বাজার
এলাকায় আপন ফুফাতো ভাই শরিফুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যায়। শনিবারও প্রাইভেট পড়তে
গিয়েছিলো। সন্ধ্যা হবার পরেও যখন বাড়ি ফিরতেছিলো না তখন জাকিয়ার মা শরিফুলের বাসা গিয়ে জানতে পারে
জাকিয়া ওইদিন প্রাইভেট পড়তে আসেনি। আজ(রোববার) সকালে শিক্ষক শরিফুলের বাড়ি থেকে আধা
কিলোমিটার দূরে বিলের রাস্তার পাশে নতুন মাটির ঢিবি দেখতে পায় এলাকার লোকজন। সন্দেহ হলে পুলিশে খবর
জানায় স্থানীয়রা। পরে পুলিশ এসে মাটি খুঁড়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে।
 
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকাল থেকে মানুষ ভীড় করছে ঘটনাস্থলে। ঘটনাস্থল পরিদর্শন
করেছেন দিনাজপুর পুলিশ সুপার আনোয়র হোসেন । তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। তবে শ্লীলতাহানি হয়েছে কিনা এখনি বলা যাচ্ছেনা।
ধারানা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

প্রজন্মনিউজ২৪/এফএম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ