বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি নায়ক আলমগীর

প্রকাশিত: ২৬ জুন, ২০২১ ১২:২৮:০৩

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি নায়ক আলমগীর

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির এক সভায় বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা আলমগীরকে সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি করা হয়েছে।

শুক্রবার (২৫ জুন) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা অভিনেত্রী সারাহ বেগম কবরী’র মৃত্যুতে সভাপতির পদ শূন্য থাকায় সংগঠনের কার্যকরী সভাপতি চিত্রনায়ক আলমগীরকে সভাপতি এবং কণ্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি মনোনীত করা হয়।

১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হলে পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন চিত্রনায়ক আলমগীর। তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ