দিনাজপুরে জমে উঠেছে বাগান কেনা বেচার হিড়িক!

প্রকাশিত: ২০ জুন, ২০২১ ১১:৩৬:৪৪

দিনাজপুরে জমে উঠেছে বাগান কেনা বেচার হিড়িক!


মো ইমরান হোসাইন, দিনাজপুর প্রতিনিধি: উওরের বিখ্যাত আমের বাজার রাজশাহী। পাশাপাশি আম যোগানে বেশ এগিয়ে আছে দিনাজপুর জেলা। প্রতিবছর আমের সিজনের জন্য মুখীয়ে থাকে এলাকার আম চাষিরা। অন্যান্য বছরের তুলনায় এবার আমের দাম কম হওয়ায় হতাশ আম চাষিরা।

দিনাজপুরের নবাবগঞ্জ থানার কাতলমারী গ্রামের কৃষক আনিচুর রহমানের সাথে সাক্ষাৎ করে জানা যায়, তিনি গত ৩ বছর যাবত আমের বাগান ক্রয় করে পরবর্তিতে কিছুটা লাভে বিক্রি করেন। কিন্তু এবার আমের দাম কম থাকায়,আগেই বিক্রি করার জন্য মরিয়া তিনি। তবে লচ করতে চান না তিনি।

এলাকায় অনেক বাগান  থাকায় এময় শিক্ষিত অশিক্ষিত সকলে এসময় আম কেনা বেচা সহ আম শ্রমিক হিসেবে কাজ করে মোটা অংকের টাকা আয় করতে পারেন। যা পরবর্তিতে বিভিন্ন কাজে আসে তাদের। কিন্তু আমের দাম কম হলে তাদের সেই আশা যে ক্ষতিগ্রস্ত হবে তা বলার আর অপেক্ষা রাখেনা।# 

প্রজন্মনিউজ২৪/এফএম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ