পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৭, আহত ১৩

প্রকাশিত: ১৯ জুন, ২০২১ ১২:৩৫:১৭ || পরিবর্তিত: ১৯ জুন, ২০২১ ১২:৩৫:১৭

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৭, আহত ১৩

পেরুতে একটি বাস উল্টে খাদে পড়ে ২৭ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৩ জন। জানা গেছে, অর্ধশত শ্রমিকদের নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে ফেরার সময় বাসটি উল্টে খাদে পড়ে যায়।

শুক্রবার (১৮ জুন) পেরু কর্তৃপক্ষ জানিয়েছে, পেল্লানকাটা এলাকার খনি থেকে বাসটি শ্রমিক নিয়ে আরেকিপা শহরের দিকে ফিরছিল। পাহাড়ি রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বাসটি পেল্লানকাটা এলাকার ওই খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল।

পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে নাজকা নামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির পাহাড়ি রাস্তায় প্রতি বছর ৩ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ