শিবগঞ্জ পৌরসভায় বাজেট ঘোষণা

প্রকাশিত: ১৭ জুন, ২০২১ ১১:৪৭:৩৩ || পরিবর্তিত: ১৭ জুন, ২০২১ ১১:৪৭:৩৩

শিবগঞ্জ পৌরসভায় বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় ২০২১-২০২২ অর্থবছরের ১৮ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ৮২৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার(১৬ জুন) দুপুরে পৌর সম্মেলন কক্ষে নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভায় বাজেট পেশ করা হয়।

পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভায় বাজেট পেশ করেন পৌর সচিব মোবারক হোসেন। এবারের প্রস্তাবিত বাজেটে নিজস্ব ও সরকারি রাজস্ব অনুদান খাত হতে আয় ধরা হয়েছে ৭ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ৮২৩ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৩৫ লাখ। এছাড়া রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৩৬ টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৩৫ লাখ টাকা।

সভায় বাজেট পেশকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ ৯টি ওয়ার্ড কাউন্সিলর ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রজন্মনিউজ২৪/এমবি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ