রাজশাহীতে একদিনে আরও ১০ জনের প্রাণহানি

প্রকাশিত: ১৭ জুন, ২০২১ ১১:২০:৪৮ || পরিবর্তিত: ১৭ জুন, ২০২১ ১১:২০:৪৮

রাজশাহীতে একদিনে আরও ১০ জনের প্রাণহানি

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১০ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার(১৬ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী তিনজন ও বাকি সাতজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন। এর মধ্যে করোনা সংক্রমিত হয়ে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন এবং উপসর্গে রাজশাহীর ছয়জন ও নাটোরের একজন।

অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৬৯ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৪১ দশমিক ৫ শতাংশ, নাটোরে ১২ দশমিক ৫ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ১৭ দশমিক ৪৫ শতাংশ।

প্রজন্মনিউজ২৪/এমবি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ