ন্যানো ইউরিয়া পাচ্ছেন ভারতের কৃষকরা

প্রকাশিত: ১৬ জুন, ২০২১ ১০:০৩:০০

ন্যানো ইউরিয়া পাচ্ছেন ভারতের কৃষকরা

বিশ্বে প্রথম তরল ন্যানো ইউরিয়া পাচ্ছেন ভারতের জম্মু-কাশ্মীরের কৃষকরা। পরিবেশ বাঁচানো এবং মাটি উর্বর রাখার লক্ষ্যে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাত্র আধা লিটার তরল ন্যানো ইউরিয়া এক বস্তা ইউরিয়ার সমান কাজ করবে বলে জানা গেছে।

পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি বিকাশের উদ্দেশ্যে গুজরাটের কলোল এলাকা থেকে অনলাইনে ন্যানো ইউরিয়ার প্রথম চালানের উদ্বোধন করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।উদ্বোধনকালে তিনি বলেন, 'কৃষি বিজ্ঞানী ও কৃষকদের ইউরিয়ার ব্যবহার হ্রাস করতে উৎসাহিত করার জন্য এই উদ্যোগ বাস্তবে পরিণত হয়েছে, যা জম্মু ও কাশ্মীরের কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে। এই তরল ন্যানো ইউরিয়া জম্মু ও কাশ্মীরের কৃষি খাতে বিপ্লব ঘটাবে।'  

তিনি আরও বলেন, 'লিকুইড ন্যানো ইউরিয়া ব্যবহারের ইতিবাচক দিকগুলি হলো এটি কৃষি পদ্ধতির তথ্যমূলক পরিবর্তন আনবে এবং কৃষকদের, বিশেষ করে ঐতিহ্যবাহী এবং উচ্চ মূল্যের ফসলের সাথে জড়িতদের উপকৃত করবে বলে জানান তিনি।'

প্রজন্মনিউজ২৪/এমবি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ