ফিলিস্তিনের গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা

প্রকাশিত: ১৬ জুন, ২০২১ ০৯:৫৩:৩৯

ফিলিস্তিনের গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বুধবার (১৬ জুন) ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী।

ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে, মঙ্গলবার সকালে ইসরায়েলের উদ্দেশ্যে গাজা থেকে একাধিক আগ্নেয় বেলুন ছোড়া হয়। এর ফলে শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বদলা হিসেবে গাজায় বিমান হামলা চালায় তারা।

১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ২১শে মে ইসরায়েল-গাজার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর এটিই দুই পক্ষের মধ্যে প্রথম সংঘাত।

ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, হামাস নিয়ন্ত্রিত খান ইউনিস ও গাজা শহরের সেনাবাহিনীর ঘাঁটিতে তাদের হামলাকারী বিমান হামলা করেছে। তবে এই বিমান হামলার ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো জানা যায়নি।

মঙ্গলবার ইহুদি জাতীয়তাবাদীদের পদযাত্রা কর্মসূচির পরই এই হামলার ঘটনা ঘটল। এই পদযাত্রা নিয়ে হুমকি ছিল হামাসের মধ্যে।

প্রজন্মনিউজ১৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ