ফ্রান্সের প্রেসিডেন্টকে চড় মারায় ৪ মাসের জেল

প্রকাশিত: ১১ জুন, ২০২১ ১১:২৪:১৫ || পরিবর্তিত: ১১ জুন, ২০২১ ১১:২৪:১৫

ফ্রান্সের প্রেসিডেন্টকে চড় মারায় ৪ মাসের জেল

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে জনসম্মুখে থাপ্পড় প্রদানকারী যুবক ড্যামিয়েন ট্যারেলকে ৪ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত। আদালত প্রথমে অভিযুক্ত ডেমিয়েন তেরেল (২৮) এর বিরুদ্ধে ১৮ মাসের সাজা ঘোষণা করেন।

মঙ্গলবার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় ড্যামিয়েন টারেলে নামের ২৮ বছরের এক তরুণ ম্যাঁক্রোর গালে চড় বসিয়ে দেয়।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সমর্থকের সঙ্গে হাত মেলাতে মাক্রোঁ তার দিকে হাত বাড়িয়ে দিলে ওই ব্যক্তি তার মুখে চড় মারেন। তার আগে ওই ব্যক্তিকে ‘ডাউন উইথ মাক্রোঁনিয়া’ বলে চিৎকার করতে শোনা যায়।

এ ঘটনার পর মাক্রোঁর সঙ্গে থাকা দুই নিরাপত্তাকর্মী অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। অন্যজন মাক্রোঁকে সেখান থেকে সরিয়ে নেন। তবে তারপরও মাক্রোঁ সেখানে কয়েক সেকেন্ড ছিলেন।

ওই সময় প্রেসিডেন্টের দেহরক্ষীরা তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে টারেল জানিয়েছে, সে বেকার এবং ডানপন্থিদের সমর্থক।

প্রজন্মনিউজ২৪/শাওন

এ সম্পর্কিত খবর

ভোলার তজুমদ্দিনে চর দখল নিয়ে বিরোধ" দফায় দফায় সংঘর্ষ"খুনের শঙ্কা

গ্রাহকের ২ লাখ টাকার ফ্যামিলি ট্রিপের স্বপ্ন পূরণ করলো রিয়েলমি

ন্যাশনাল সার্ভিসের কর্মচারীদের স্মারক প্রদান

কালিমন্দিরে আগুনের ঘটনায় গুজব ছড়িয়ে দুজন নির্মাণশ্রমিককে হত্যা

‘নিজের জীবন নিয়ে খুব ভয় হয়’, সড়কে অবস্থান নেয়া স্কুলশিক্ষার্থী

পাকিস্তান অধিনায়ক বাবরের বিশ্বরেকর্ড

পথচারীদের জন্য ‘কুলিং স্পেস’ তৈরির চেষ্টাও চলছে : বুশরা আফরিন

এ কেমন বিদায় রুমি ভাই!

টিউবওয়েলে উঠছে না পানি, গ্রামাঞ্চলে খাবার পানির তীব্র সংকট

কুমিল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার বছরের এক শিশুর মৃত্যু

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ