শক্তিশালী আফগানিস্তানের সাথে ড্র, বাংলাদেশের জন্য ইতিহাস

প্রকাশিত: ০৪ জুন, ২০২১ ১০:৫৪:৫০

শক্তিশালী আফগানিস্তানের সাথে ড্র, বাংলাদেশের জন্য ইতিহাস

আফগানিস্তানের বিপক্ষে কাতারের মাটিতে ড্র করেছে বাংলাদেশ দল। বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় ড্র বাংলাদেশ দলের। শক্তিশালী আফগানিস্তানের সাথে ড্র করে বাংলাদেশের কোচ জেমি ডে নতুন ইতিহাস গড়ার দাবি করেছেন।

আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। জেতার মতো ফুটবল খেলতে পারেনি জেমি ডের দল। বিবর্ণ ফুটবলেও বাংলাদেশ ১ পয়েন্ট পেয়েছে আফগানদের গোল মিসের মহড়ায়। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার কাতারের দোহায় আমিরুদ্দিন শরিফীর গোলে আফগানিস্তান এগিয়ে গেলেও তপু বর্মণের গোলে সমতা ফেরায় বাংলাদেশ। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখনোই গ্রুপের তলানীতেই রয়েছেন জামাল ভূঁইয়ারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই যদিও গোল খেয়ে ছন্দ হারিয়েছিল জেমির শিষ্যরা। তবে ৮০ মিনিটে দুর্দান্তভাবে ওই গোল শোধ দিয়েছেন তপু বর্মন। এতে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করে পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। ম্যাচর ৪৮তম মিনিটে গোলটি করেন আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরিফি। এতে হারের শঙ্কায় ছন্দ হারিয়ে ফেলে লাল সবুজের প্রতিনিধিরা। অবশেষে সেই শঙ্কা কাটিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছেন তপু বর্মন। ম্যাচের ৮৪তম মিনিটে এই ডিফেন্ডারের গোলে ম্যাচে এখন ১-১ সমতা।

২০১৯ সালে বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রায় দুই বছর পর আজকের ফিরতি ম্যাচে পয়েন্ট পেল জামাল ভূঁইয়ারা। বাছাইয়ের ৬ ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় ড্র। পয়েন্টও ২। সবশেষ ভারতের বিপক্ষে কলকাতার সল্টলেকে ড্র করে প্রথম পয়েন্ট পেয়েছিল লাল-সবুজরা।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ