এবার আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা

প্রকাশিত: ৩১ মে, ২০২১ ০২:১৩:০৩

এবার আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা

আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা টুর্নামেন্ট। দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবোল এক টুইটবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

আর্জেন্টিনায় করোনাভাইরাসের সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত কনমেবল। তবে বিকল্প কোন দেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সে সিদ্ধান্ত এখনও নেয়নি তারা। বিকল্প খোঁজার চেষ্টায় আছে সংস্থাটি।

এর আগে গত ২০ মে কনমেবল জানায়, কলম্বিয়ায় হচ্ছে না এবারের কোপা আমেরিকা। সেখানে গত এপ্রিল থেকে চলতে থাকা সরকারবিরোধী আন্দোলনে দেশজুড়ে অস্থিরতা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেস তখন বলেছিলেন, পুরো আসর একাই আয়োজনে প্রস্তুত তারা।

সংক্ষিপ্ত বিবৃতিতে কনমেবল জানায়, তারা এখন অন্যান্য দেশের প্রস্তাব বিবেচনা করছে, যারা টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী এবং শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। সোমবারই সংস্থাটির কর্তারা বৈঠক করবেন করণীয় ঠিক করতে। তবে টুর্নামেন্ট শুরু হতে বাকি নেই আর দুই সপ্তাহও। এই সময়ের মধ্যে নতুন আয়োজক চূড়ান্ত করে খেলা চালানো কঠিনই।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ