শিক্ষা-প্রতিষ্ঠান খোলার দাবিতে দিনাজপুরে মানববন্ধন।

প্রকাশিত: ৩০ মে, ২০২১ ০৪:৪৯:০৮

শিক্ষা-প্রতিষ্ঠান খোলার দাবিতে দিনাজপুরে মানববন্ধন।

তাফহিমুল ইসলাম,দিনাজপুর:
অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন করেছে দিনাজপুর সরকারি কলেজের সাধারন শিক্ষার্থীবৃন্দ। রবিবার(৩০ মে) দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের সকল কল-কারখানা, গার্মেন্টস ও গণপরিবহন চালু থাকলেও শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তাহলে কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই করোনার প্রাদুর্ভাব রয়েছে? শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রাখার কারণে তরুণ সমাজ বিভিন্ন ধরনের নেশাই আকৃষ্ট হচ্ছে। এই শিক্ষার্থীরা  নেশার আগ্রাসন থেকে ফিরিয়ে আনার জন্য দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিকল্প নেই। তাছাড়া দীর্ঘদিন যাবৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অনলাইন গ্যামের আসক্তিতে পড়েছে। আসক্তি থেকে ফেরানোর জন্য অবিলম্বে অনলাইন গেমস  বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়। 

শিক্ষার্থীরা  আরো বলেন,ছাত্রদেরকে স্কুল কলেজে যাওয়ার পরিবেশ তৈরী করে দিন।তাদেরকে পরীক্ষা দেওয়ার ব্যাবস্থা করে দিন এবং যে সকল ছাত্রের চাকরির বয়সসীমা উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাদের বয়সের সীমা বাড়ানোর দাবি জানানো হয়। মে পরিকল্পনার আওতায় সকল গার্মেন্টস,অফিস-আদালত ও ব্যাংক খোলা রাখা হয়েছে।সেই একই পরিকল্পনা করে স্কুল কলেজ চালু রাখার আহ্বান জানানো হয়।

প্রজন্মনিউজ২৪/এএআই

এ সম্পর্কিত খবর

সিমান্তে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ

নানা কর্মচসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে

সিংড়ায় ফসলের ক্ষতিপূরণের দাবিতে কৃষকের সংবাদ সম্মেলন

“জয় বাংলা” না বলায় অধ্যক্ষের কক্ষে তালা দিলো ছাত্রলীগ

৮ মে ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন

পোষাক শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ৫ দলীয় বাম জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভিসি শিরিণ আখতারের নেতৃত্বে চবিতে নিয়োগের হাট

উপাচার্যের আশ্বস্তের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

দিনাজপুরের ঘোড়াঘাটে গৃহবধূর লাশ উদ্ধার

হাবিপ্রবিতে ল্যাব টেকনিশিয়ানদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ