গাজীপুরে ছুরিকাঘাতে নওমুসলিম নারী নিহত

প্রকাশিত: ১৮ মে, ২০২১ ১১:১৪:৩২

গাজীপুরে ছুরিকাঘাতে নওমুসলিম নারী নিহত

হাজী বাবলু, গাজীপুর প্রতিনিধি: সৈজুদ্দিনের (৭০) সাথে বিয়েতে রাজি না হওয়ায় ত্রিশ বছর বয়সী স্বামী পরিত্যাক্তা ফাতেমা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অফিযোগ পাওয়া গেছে।

নিহত ফাতেমা আক্তার একজন নওমুসলিম ও দুই মেয়ে সন্তানের জননী। ঘাতক সৈজুদ্দিন হতভাগা এই নারীকে প্রকাশ্য দিবালোকে হত্যার পর পালিয়ে গেছে।

রোববার (১৬ মে) গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া বনমালা রোডে এ হত্যাকাণ্ড ঘটে।

জানা যায়, ধর্মান্তরিত হওয়ার আগে ফাতেমার নাম ছিল স্বপ্না রায়। তিনি খুলনা জেলার বাটিয়াঘাটা থানার হোগল বুনিয়া গ্রামের মৃত মনোরঞ্জন রায়ের মেয়ে। একটি মেয়ে রেখে সাবেক হিন্দু স্বামী স্বপ্না রায়কে ত্যাগ করলে তিনি ধর্মান্তরিত হয়ে একজন মুসলিম যুবককে বিয়ে করেন। ওই সংসারেও তার একটি মেয়ে সন্তান হওয়ার পর মুসলিম স্বামীও তাকে ত্যাগ করে চলে যায়। এর পর দুসন্তানকে নিয়ে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া বনমালা রোডে বাসা ভাড়া নেন ফাতেমা। বিভিন্ন বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাচ্ছিলেন। একপর্যায়ে তিনি নিজের বাসায় রান্না করে বিভিন্ন মেস ও ব্যবসায় প্রতিষ্ঠানে খাবার সরবরাহ করতেন।

ঘাতক বৃদ্ধ সৈজুদ্দিন স্থানীয় বনমালা রোডে একটি দোকান ভাড়া নিয়ে রিকশা মেরামত ও যন্ত্রাংশ বিক্রয় করতেন। বৃদ্ধ সৈজুদ্দিনকেও খাবার সরবরাহ করতেন ফাতেমা। এই সুবাধে তিনি ফাতেমাকে কুপ্রস্তাব দিতেন। এ নিয়ে আগেও বিচার সালিশও হয়েছে। সালিশের পর বৃদ্ধ সৈজুদ্দিন ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ফাতেমা কিছুতেই রাজি হচ্ছিলেন না।

রোববার (১৬ মে) সকাল সাড়ে ৬টায় ফাতেমা পাশের একটি বাড়িতে কাজ করতে যাচ্ছিলেন। পথে বৃদ্ধ সৈজুদ্দিন ফাতেমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ জানান, নিহত ফাতেমার গায়ে ছুরিকাঘাত ছাড়া আঘাতের চিহ্ন নেই। তাকে হাসপাতালে নেয়া হলে হয়তো বাঁচানো যেত। কিন্তু তাকে রক্ষায় কেউ এগিয়ে না আসায় অতিরিক্ত রক্তক্ষরণে রাস্তাতেই তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, নিহত ফাতেমার কোনো নিকটাত্মীয় পাওয়া যায়নি। তার আগের পরিচিত ভাই সম্পর্কের এক ব্যক্তির কাছে দুই শিশুকে তার জিম্মায় রাখা হয়েছে এবং বড় মেয়েকে বাদি করে মামলার প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, ঘাতক সৈজুদ্দিন দীর্ঘ দিন থেকে টঙ্গীর দত্তপাড়া বনামালা এলাকায় ভাড়া থাকেন। তার খারাপ চরিত্রের কারণে স্ত্রী-সন্তানেরা তাকে ত্যাগ করেছে। তার বাড়ি ঝালকাঠী জেলা সদরের নাগপাড়ায়।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ