দিনাজপুরে হোটেল-রেস্তোরা কর্মীদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১১ মে, ২০২১ ০৭:৫৫:২৪

দিনাজপুরে হোটেল-রেস্তোরা কর্মীদের মাঝে ত্রাণ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হোটেল-রেস্তোরাঁ কর্মী, বাবুর্চি ও ডেকোরেটর কর্মীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) বিতরণী করা হয়।  মঙ্গলবার (বিকালে  স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি, আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসি।

জেলা প্রশাসক বলেন,  সংকটকালীন সময়ে সরকার আপনাদের পাশে রয়েছে। আপনারা শঙ্কিত হবেন না। সরকার আপনাদের পাশে রয়েছে, জেলা প্রশাসনও আপনাদের পাশে রয়েছে।  আমাদের কার্যক্রম চলমান থাকবে। আপনারা সব সময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানবেন।

এ সময় ৫০০টি ক্ষতিগ্রস্থ হোটেল- রেস্তোরাঁ কর্মী, বাবুর্চি ও ডেকোরেটর কর্মীদের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে ৫ কেজি চাউল, আধা কেজি করে ডাল, চিনি, তৈল ও সেমাই বিতরণ করা হয়।

প্রজন্মনিউজ২৪/ তাফহিমুল  / মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ