ঠাকুরগাঁওয়ে অটো ইজি-বাইক চোর চক্রকে গ্রেপ্তার

প্রকাশিত: ১০ মে, ২০২১ ১১:৩৭:১১

ঠাকুরগাঁওয়ে অটো ইজি-বাইক চোর চক্রকে গ্রেপ্তার

মু.রাসেল রানা মেহেদী, ঠাকুরগাঁও প্রতিনিধি: গত ০৫/০৪/২০২১ তারিখ ঠাকুরগাঁও জেলা শহরের টিকাপাড়া এলাকা হতে একটি অটো ইজি বাইক চুরি হয়। অটো ইজি বাইক এর মালিক বাদী হয়ে ঠাকুরগাঁও থানা মামলা নং-৩৩, তাং ২৩-০৪-২০২১ ইং,ধারা ৩৭৯/৩৮৫ দঃ বিঃ দায়ের করেন মামলার এ জাহার পর্যালোচনায় দেখা যায় যে গত ০৫-০৪-২০২১ তারিখে বাদি নিজস্ব মালিকানাধীন অটো ইজি বাইকবাদির বাড়ির সামনে পাকা রাস্তার উপর অনুমান রাত্রি ৮ ঘটিকার সময় রেখে সেনুয়া গোরস্থান মসজিদে এশার নামাজ উদ্দেশ্যে যান। বাদি নামাজ শেষে বাড়ি ফিরে দেখে রাস্তার উপর থেকে অটো ইজি বাইকটি নাই। বাদির অটো ইজি বাইকটি উক্ত তারিখের রাত্রি ৮ ঘটিকা হতে ৮.৩০ মি. এর মধ্যে চোরেরা চুরি করে নিয়ে যায়। বিষয়টি বাদীর পরিবারসহ প্রতিবেশী লোকজনকে জানায়। ইজি-বাইকটি ফিরিয়ে পাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় খোঁজ করে। গত ১১/০৪/২০২১তারিখ বেলা অনুমান ১০.৩০ মি. ঘটিকা হইতে ১১. ঘটিকার মধ্যে একজন অজ্ঞাত ব্যক্তি  ০১৬১০xxxxxx নম্বর হতে বাদির ব্যবহিত মোবাইল নম্বর ০১৭২৬xxxxxx  এ কল করে বাদির পরিচয় সম্পর্কে জানতে চায়। কয়েকদিন পর উক্ত মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি বাদিকে ফোন করে চুরিকৃত অটো ইজিবাইকটি ফিরিয়ে দিবে মর্মে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবি করে। 

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে মামলা তদন্তের ভার ডিবি ঠাকুরগাঁও এর উপর ন্যস্ত করা হয়। অফিসার ইনচার্জ ডিবি ঠাকুরগাঁও মামলা তদন্তের ভার এসআাই মোঃ নবিউল ইসলাম এর উপর অর্পণ করেন। ঠাকুরগাঁও পুলিশ সুপারের একান্ত নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঠাকুরগাঁও এবং অফিসার ইনচার্জ, ডিবি, ঠাকুরগাঁও সাহেবের তত্ত্বাবধানে এসআই মোঃ রবিউল ইসলাম প্রথমত - অজ্ঞাত চোর চক্রের সদস্যদের শনাক্ত করেন। এসআই মোঃ নবিউল ইসলাম পর্যায়ক্রমে অটো ইজি বাইক চোর চক্রের ৫ জন সদস্যকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করেন যা অটো ইজি-বাইক চুরির কার্যে আসামিরা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে। গত ০৬/০৫/২০২১ তারিখ থেকে ০৭/০৫/২০২১ তারিখে পঞ্চগড়, নীলফামারী জেলায় বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করা হয়। অবশেষে গ্রেফতারকৃতদের তথ্য মোতাবেক চুড়িকৃত অটো ইজি-বাইকটি  নীলফামারী সদর থানার ১ নং চওড়া বড়গাছা ইউনিয়নের অন্তর্গত কাঞ্চনপাড়া গ্রামস্থ মামলার তদন্তে প্রাপ্ত আসামী রবিউল ও বিপুল দ্বয়ের বসতবাড়ী হতে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে-

আসামি- মোঃ শাহীনুর (৩৬), পিতা- মৃত আজহার আলী, সাং আমবাড়ি হাড়ীভাষা, থানা ও জেলা পঞ্চগড়।

মোঃ রসিদুল ইসলাম (৪০) পিতা-মৃত বদিরউদ্দীন, সাং গুড়াগ্রাম প্রধানপাড়া।

মোঃ আলিমুল ইসলাম  (৪৫), পিতা-মৃত আজির উদ্দীন, সাং দলুয়াপাড়া উভয়ের থানা বোদা, জেলা পঞ্চগড়।

মোছাঃ রঞ্জিনা স্বপ্না (৩৫), পিতা-মৃত জহিম উদ্দিন, মাতা- জুলেখা স্থায়ী সাং- জগন্নাথপুর, ডাকঘর- দৌলতপুর, থানা ও জেলা ঠাকুরগাঁও,  বর্তমান সাং গোয়ালপাড়া মোঃ সাত্তার এর ভাড়া বাসা থানা ও জেলা ঠাকুরগাঁও।

মোঃ আলমগির হোসেন (২৬), পিতা-মোঃ মাধব স্থায়ী সাং আমবাড়ি (হাড়িভাষা) থানা ও জেলা পঞ্চগড় বর্তমান সাং গোয়ালপাড়া, থানা ও জেলা ঠাকুরগাঁও।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ