ঠাকুরগাঁওয়ে লকডাউনের বিধি নিষেদ না মানায় ব্যবসায়ীদের অর্থদন্ড

প্রকাশিত: ০৯ মে, ২০২১ ১২:১৬:৩৫

ঠাকুরগাঁওয়ে লকডাউনের বিধি নিষেদ না মানায় ব্যবসায়ীদের অর্থদন্ড

মু.রাসেল রানা মেহেদী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বিভিন্ন মার্কেট ও বিপণি-বিতানে স্বাস্থ্যবিধি বজায় রাখা তথা নিরাপদ দূরত্ব বজায় রেখে ক্রেতা এবং বিক্রেতা উভয় মাস্ক পরিধান নিশ্চিত করাসহ করোনাকালীন সরকারি বিধি নিষেধ সঠিকভাবে প্রতিপালনের বিষয়ে ০৮/০৫/২০২১ লকডাউনের ২৫ তম দিনে জনাব মোঃ কামরুল হাসান শোহাগ, সহকারী কমিশনার (ভূমি) ঠাকুরগাঁও সদর পৌরসভার বিভিন্ন বাজার মনিটরিং করেন।

এসময় ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে মসজিদ মার্কেটে সরকারি বিধি নিষেধ অমান্য করে স্বাস্থ্য বিধি না মেনে তথা মাক্স পরিধান না করে অবাধে ব্যবসা পরিচালনা করায় তিনি পাঁচজন কাপড় ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করেন।

এসময় তিনি উপস্থিত সকলকে সরকারি বিধি নিষেধ মেনে চলাসহ নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলা পরিধান করে চলাচল করার জন্য অনুরোধ করেন।

এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ কামরুল হাসান শোহাগ কাপড় ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীদের এবং সাধারণ পথচারীদের মাঝে মাক্স  বিতরণ করেন।

এছাড়াও তিনি জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ