আফগানিস্তানে স্কুলে হামলায় নিহত ৪০

প্রকাশিত: ০৯ মে, ২০২১ ১১:৪৫:০৯

আফগানিস্তানে স্কুলে হামলায় নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে একাধিক বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। এই বিস্ফোরণের ঘটনায় হতাহতদের বেশিরভাগই স্কুলটির নারী শিক্ষার্থী বলে জানিয়ে রয়টার্স।   

রয়টার্স বলছে, এই হামলার জন্য আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবান বিদ্রোহীদের দায়ী করছে। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আহতদের সায়েদ উল সুহাদা স্কুল থেকে বের করে আনা হয়েছে।এ হামলার কারণ এবং লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো জানা যায়নি।   

স্থানীয় টিভি চ্যানেল টোলো নিউজের ভিডিও ফুটেজে দেখা গেছে, স্কুলের বাইরে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। রক্তমাখা বই, স্কুলব্যাগ সড়কে পড়ে রয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে হতাহতদের সহায়তা করছে।

স্কুলের পাশেই একটি হাসপাতালে আহত শিক্ষার্থীদের নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, হতাহতদের অভিভাবকরা হাসপাতালের কর্মীদের কাছে গিয়ে তাদের সন্তানদের খোঁজ করছিলেন। 

প্রজন্মনিউজ২৪/ মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ