ঢাবিতে অনলাইনে পরীক্ষার নেয়ার সিদ্ধান্ত

প্রকাশিত: ০৬ মে, ২০২১ ১২:৪৮:১৯ || পরিবর্তিত: ০৬ মে, ২০২১ ১২:৪৮:১৯

ঢাবিতে অনলাইনে পরীক্ষার নেয়ার সিদ্ধান্ত

চলমান করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেয়া হবে।

বুধবার (৫ মে) সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য বলেন, করোনার কারণে স্থগিত থাকা পরীক্ষাগুলো অনলাইনে কীভাবে নেয়া যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বলেন, করোনার কারণে সেশনজট হতে পারে এমন আশঙ্কা থেকে ডিনস কমিটির জরুরি বৈঠকে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জুলাই মাসের মধ্যে যদি সশরীরে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয় তাহলে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে তিন ঘণ্টার পরীক্ষা এক ঘণ্টা বা দেড় ঘণ্টায় নেওয়া হবে।

অনলাইনে পরীক্ষার পদ্ধতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে স্ব-স্ব বিভাগকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

তবে অনলাইন পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা অনলাইন বা যেকোনো ধরনের পরীক্ষার পক্ষে। কেননা তারা চাকরিতে প্রবেশ নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে, নিচের দিকে অর্থাৎ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষার পক্ষে নন। কারণ হিসেবে তারা ডিভাইস না থাকা, ইন্টারনেট না পাওয়াসহ নানা যুক্তি দাঁড় করাচ্ছেন।

প্রজন্মনিউজ২৪/শাওন

এ সম্পর্কিত খবর

বিশ্ব বই দিবসে নিজের কক্ষেই লাইব্রেরি গড়ে তুললেন রাবি শিক্ষার্থী আকরাম

পটুয়াখালীর বাউফলে হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু

বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত করেছে ইসি

আফ্রিকায় বাংলাদেশি বক্সারের স্বর্ণজয়

দক্ষিণ লেবাননে ফসফরাস বোমা হামলার কারণ জানালো ইসরায়েল

তাপপ্রবাহে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতিকে বারের চিঠি

ভোলার তজুমদ্দিনে চর দখল নিয়ে বিরোধ" দফায় দফায় সংঘর্ষ"খুনের শঙ্কা

ন্যাশনাল সার্ভিসের কর্মচারীদের স্মারক প্রদান

পথচারীদের জন্য ‘কুলিং স্পেস’ তৈরির চেষ্টাও চলছে : বুশরা আফরিন

ইউটিউব দেখে এটিএম বুথ লুটের পরিকল্পনা করেন আরিফুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ