করোনায় মারা গেল অভিনেতা বিক্রমজিৎ, ছিলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার

প্রকাশিত: ০১ মে, ২০২১ ০১:৩৬:৫৬

করোনায় মারা গেল অভিনেতা বিক্রমজিৎ, ছিলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার

হিন্দি সিনেমা ও সিরিয়ালের অতি পরিচিত মুখ ছিলেন বিক্রমজিৎ কনওয়ারপাল। অবসরপ্রাপ্ত সেনা অফিসার ছিলেন তিনি। বহু চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেছেন বিক্রমজিৎ। শুক্রবার করোনা সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৫৫ বছর বয়সী এই অভিনেতার।

অভিনেতা রোহিত রায় প্রথম টুইট করে বিক্রমজিতের চলে যাওয়ার খবর জানান। লেখেন, ‘এবং আমরা আরও একজনকে হারালাম… সবচেয়ে হাসিখুশি, সভ্য,  ইতিবাচক চিন্তাভাবনার সদাহাস্য মানুষটা চলে গেলেন। আপনার আত্মার শান্তি কামনা করি।’

পরিচালক অশোক পণ্ডিত এক টুইট বার্তায় লিখেছেন, ‘অভিনেতা মেজর বিক্রমজিৎ কনওয়ারপালের মৃত্যুর খবর পেলাম আজ সকালে। খুবই খারাপ লাগছে। একজন অবসরপ্রাপ্ত এই সেনা অফিসার কাজ করেছেন বহু হিন্দি সিনেমা ও সিরিয়ালে। তাঁর পরিবার ও নিকট আত্মীয়দের জন্য গভীর সমবেদনা।’

২০০৩ সালে পেজ থ্রি ছবি দিয়ে বলিউডে পা রাখেন বিক্রমজিত। এরপর একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। ছোটপর্দাতে ‘দিয়া অউর বাতি হম’, ‘দিল হি তো হ্যায়’, অনিল কাপুরের ‘‌২৪’‌–এর মতো ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। অভিনেতা রোহিত বোস রায়, চিত্রপরিচালক বিক্রম ভাটরা শোকাহত বিক্রমজিতের অকাল প্র‌য়াণে।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ