নারায়ণগঞ্জে খাল দখল, একজনের কারাদণ্ড

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২১ ১০:৫৫:২৩

নারায়ণগঞ্জে খাল দখল, একজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় একটি নির্মাণাধীন ইস্পাত কারখানার মালিকের পক্ষ হয়ে খাল দখলের দায়ে গোলজার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় তাকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম।
তাকে ১ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

গোলজার হোসেন সোনারগাঁ উপজেলার বস্তল গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

এলাকাবাসী জানায়, গোলজার হোসেনের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ভূমিদস্যুতাসহ বিভিন্ন অভিযোগে ২২টি মামলা রয়েছে। অভিযোগ উঠেছে, গোলজার হোসেন ও তার বাহিনী বস্তল এলাকায় সাধারণ মানুষের জমি ও সরকারি খাল দখল করে একটি কোম্পানিকে বুঝিয়ে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত গোলজারকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ