জার্মানিতে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখে

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২১ ১২:৩১:৩৭

জার্মানিতে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখে

ইউরোপের দেশ জার্মানিতে মুসলিম জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। গত ছয় বছরে দেশটিতে মুসলিম জনসংখ্যা বেড়েছে নয় লাখ। বর্তমানে জার্মানির মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলিম। এ হিসেবে মুসলিমদের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫ লাখের বেশি।

বুধবার (২৮ এপ্রিল) প্রকাশিত দেশটির সরকারি জরিপে জর্মানির ফেডারেল অফিস অব মাইগ্রেশন অ্যান্ড রিফিউজির (বিএএমএফ) তথ্যমতে, ২০১৫ সালে যে জরিপ হয়েছিল, সে সময় থেকে বর্তমানে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৯ লাখ। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৬.৪ থেকে ৬.৭ শতাংশ মুসলিম।

বিএএমএফের প্রেসিডেন্ট হ্যান্স-এখার্ড সোমার বলেন, সাম্প্রতিক কালে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়া থেকে শরণার্থী বিপুলসংখ্যক শরণার্থী আসায় জার্মানিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।#সূত্র: ডেইলি সাবাহ।

প্রজন্মনিউজ২৪/ফাহাদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ