প্রথম দশকে মসজিদুল হারামে ১৫ লাখ মুসল্লির নামাজ আদায়

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২১ ০৫:৫৪:২৫

প্রথম দশকে মসজিদুল হারামে ১৫ লাখ মুসল্লির নামাজ আদায়

রমজানের প্রথম দশকে মক্কার পবিত্র মসজিদ মসজিদুল হারামে আনুমানিক ১৫ লাখ মুসল্লি নামাজ আদায় এবং ওমরাহ পালন করেছেন।


করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা আমলে অংশ নিয়েছেন বলে সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ জানিয়েছে।

খবরে বলা হয়, করোনা ভ্যাকসিন নেওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের পবিত্র মসজিদে প্রবেশ করতে হয়েছে। মসজিদুল হারামের ভেতরে ইবাদত করার জন্য সামাজিক দূরত্ব ও মাস্ক পরাসহ কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করেন মুসল্লিরা। 

চলতি সপ্তাহে মক্কা ও মদিনায় তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সে কারণে মসজিদ-আল হারামে আসা অতিথিদের গরমের তীব্রতা থেকে রক্ষার জন্য কাবা প্রাঙ্গণে বড় একটি ছাতা রাখা হয়। 

করোনা মহামারি বিবেচনায় এবার হারামাইন শরিফাইনে তারাবির নামাজ ১০ রাকাত পড়ানো হচ্ছে। পাশাপাশি তাহাজ্জুদ হচ্ছে তিন রাকাত।

ইবাদতকারীদের মসজিদুল হারামের আবদুল্লাহ সম্প্রসারণ এলাকার, প্রথম তালা, ছাদ এবং প্রাঙ্গণে ইবাদতের অনুমতি দেওয়া হয়েছে। 
 
ইফতার বাইরে থেকে সরবরাহ স্থগিত করে এর পরিবর্তে পৃথক ইফতার বিতরণ করা হচ্ছে।

প্রজন্মনিউজ২৪/এএআই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ