আজ রানা প্লাজা ধসের ৮ বছর, নিহতদের স্মরণ

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২১ ১১:১৪:৩৭

আজ রানা প্লাজা ধসের ৮ বছর, নিহতদের স্মরণ

সাভারের রানা প্লাজা ধসের আট বছর পূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণে করোনার পরিস্থিতিতে এবার সীমিত পরিসরে কর্মসূচির আয়োজন করেছে নিহত শ্রমিকদের পরিবার, আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলো।

দিনটি উপলক্ষে শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকেই ধসে পড়া রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের পরিবারের সদস্য, আহত শ্রমিকরা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। তারা অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সেখানে নিহতদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন। পরে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক লীগ, রানা প্লাজা গার্মেন্টস শ্রমকি ইউনিয়ন, ল্যাম্প পোস্ট, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গণমুক্তি গানের দল, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতিসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

২০১৩ সালের ২৪ এপ্রিল ঘটে যাওয়া এ ঘটনাটি সারা বিশ্বে সবচেয়ে বড় শ্রমিক দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত শ্রমিকদের অনেকে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়ে পঙ্গু হয়ে বেকার জীবনযাপন করছেন। তাদের অভিযোগ সারা বছর কেউ তাদের কোনো খোঁজখবর নেয়নি। কথা হয় রানা প্লাজার চতুর্থ তলার প্যান্টম্স অ্যাপারেল্স গার্মেন্ট কারখানা থেকে তিন দিন পর উদ্ধার হওয়া আহত শ্রমিক নিলুয়ার ইয়াসমিনের সাথে। তিনি জানান, তিনি ওই কারখানার অপারেটর পদে চাকরি করতেন। বর্তমানে কোনো কাজকর্ম করতে পারেন না। তার মূল সমস্যা মাথায়। শরীরে কোনো শক্তি পান না। দুই মেয়ে আর দিনমজুর স্বামীসহ তাদের চারজনের সবাই কষ্টই আছেন। বড় মেয়ে সপ্তম শ্রেণী আর ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়েন। রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দা হলেও ভাড়া থাকেন সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লায়। তিনি জানান, সরকারের পক্ষ থেকে কোনো টাকা-পয়সা পাননি। সামনের দিনগুলো কিভাবে চলবে তা নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা থাকতে হয়।

এদিকে রানা প্লাজা ধসের ৮ বছর উপলক্ষে রানা প্লাজার সামনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, ২৪ এপ্রিল ২০১৩ সালে রানা প্লাজা ট্র্যাজেডি পুরো বিশ্বে আলোড়ন তৈরি করে। ভয়াবহ এ ঘটনায় এক হাজার ১৩৮ জন শ্রমিক নিহত হন ও দুই হাজার ৪৩৮ জন আহত হন। যা বাংলাদেশ তথা বিশ্ব-ইতিহাসে বড় শিল্প দুর্ঘটনা।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ