প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২১ ১১:২৫:৩৮
সৌদি আরবে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ার পর অবশেষে ২৬৫ যাত্রী নিয়ে গতকাল শনিবার (১৭ এপ্রিল) জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে উড়াল দেয় বিমানের ফ্লাইটটি।
বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, যাত্রী স্বল্পতা ও ল্যান্ডিংয়ের জন্য সময়মত অনুমতি না মেলায় চারটি বিশেষ ফ্লাইট বাতিল হয়েছে। তবে সন্ধ্যা ৬টায় ২৬৫ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।
চলমান লকডাউনে আটকেপড়া প্রবাসীদের ফেরত পাঠাতে শনিবার বিভিন্ন এয়ারলাইন্সের নির্ধারিত ১৪টি ফ্লাইটের অর্ধেকই বাতিল করা হয়, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশের পাঁচটি ফ্লাইট রয়েছে।
লকডাউনে আটকেপড়া প্রবাসীদের ফেরত পাঠাতে শনিবার থেকে পাঁচ দেশের আট গন্তব্যে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় বিমান।
এসব গন্তব্য হলো, সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, ওমানের রাজধানী মাস্কাট, কাতারের রাজধানী দোহা ও সিঙ্গাপুর।
প্রজন্মনিউজ২৪/শাওন
আগামী মৌসুমে আল নাসরেই রোনালদো , অপেক্ষায় মেসি-বেনজেমাদের
জাপানকে নির্বাচন পর্যবেক্ষণের অনুরোধ জানালেন সিইসি
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ব্যালটে
এভারেস্ট জয়ের ৭০ বছরে জয়ীদের কীর্তি বললেন সন্তানরা
এবার স্ক্রিন শেয়ারের সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে