করোনায় আজও ১০১ জনের মৃত্যু

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২১ ০৪:৫১:৫৬ || পরিবর্তিত: ১৭ এপ্রিল, ২০২১ ০৪:৫১:৫৬

করোনায় আজও ১০১ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে  ১০১ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত শনাক্ত করা হয়েছে ৩ হাজার ৪৭৩ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা  দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে।

আজ (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১৮৫টি। তার মধ্যে আক্রান্ত শনাক্ত করা হয়েছে ৩ হাজার ৪৭৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৫০ হাজার ৬৬৩টি। মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন।  মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন

এ নিয়ে পর পর দুই দিন করোনায়  শতাধিক মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে শুক্রবার (১৬ এপ্রিল) করোনায় মারা যান ১০১ জন। বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত ৯৪ জনের মৃত্যু হয়।

প্রজন্মনিউজ২৪/এসএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ