লকডাউনের চারদিনে আজ ভিড় কিছুটা বেড়েছে

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২১ ১২:৪৬:৫৯

লকডাউনের চারদিনে আজ ভিড় কিছুটা বেড়েছে

সারা দেশে সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন আজ শনিবার। গত তিন দিনের তুলনায় ঢাকার রাস্তায় মানুষের ভিড় কিছুটা বেশি দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ জনে। এর আগে গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯৪ জনের মৃত্যু হয়।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন।
কঠোর লকডাউনের আজ চারদিন চলছে তারপরেও দেখা যাচ্ছে গত তিন দিনের তুলনায় ঢাকার রাস্তায় মানুষের ভিড় কিছুটা বেড়েছে।

মোটরসাইকেল চালক ইয়ামিন বলেন, পেটের দায়ে নেমেছি। করোনায় চাকরি নেই। তাই রাইড (অ্যাপসভিত্তিক মোটরসাইকেল সেবা) দিচ্ছিলাম। কিন্তু এখন বন্ধ। অন্য সময় দিনে এক হাজার টাকা করে লাভ থাকে। সেই আয়ে টানা পাঁচ থেকে সাত দিন বসে খাওয়া সম্ভব না। কবির হোসেন জানান, পুলিশি ঝামেলা এড়াতে অলিগলি দিয়ে বাইক চালান।

রামপুরা এলাকা থেকে মো: মনির হোসেন জানান, এই এলাকায় বেচাকেনা তেমন নেই। দুপুর পর্যন্ত কোনো বিক্রি হয়নি। আমাদের তো দিনে এনে দিন খাওয়ার অবস্থা। একদিন বিক্রি না হলে ফ্যামিলি নিয়ে চলতে কষ্ট হয়। আামরা ঘরে বসে থাকলে খাবো কি।

পুলিশ সার্জেন্ট জানান, আজ মানুষ একটু বেশি বের হচ্ছে। রাস্তায় বের হওয়ার বাস্তবিক কারণ দেখাচ্ছেন তাঁরা। কেউ টিকা নেওয়ার কথা বলছেন, কেউ হাসপাতালের কথা বলে, কেউ ফ্লাইটের কথা বলছেন।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ