ফের ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২১ ১১:৩৪:২৮

ফের ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা


ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ড্রোন দিয়ে গতকাল রাতে ওই ঘাঁটিতে হামলার ফলে বড় ধরনের বিস্ফোরণ ও আগুন লেগে যায়। 

বুধবার (১৪ এপ্রিল) রাতে ইরাকি একটি টিভি চ্যানেলের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর পরই মার্কিন ঘাঁটিতে আগুন ধরে যায় এবং আগুন লাগার এ দৃশ্য বহুদূর থেকে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে মার্কিন কনস্যুলেট ও এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সড়ক বন্ধ করে দেওয়া হয়।

অন্তত একটি রকেট মার্কিন বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। হামলার পর পরই আকাশে বহু বিমানের আনাগোনা দেখা গেছে, যেগুলোকে তারা মার্কিন ড্রোন বলে স্থানীয়রা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এরবিলের গভর্নর ওমেদ খোশনাউ দাবি করেছেন, হামলায় কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছে।

এরবিলের এই ঘাঁটির পাশাপাশি ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের ‘আইন আল-আসাদ’ হচ্ছে ইরাকে আমেরিকার সবচেয়ে বড় দুটি সামরিকঘাঁটি। সম্প্রতি এই দুটি মার্কিন ঘাঁটি বহুবার রকেট হামলার শিকার হয়েছে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে এ ঘাঁটিতে রকেট হামলা হয়েছিলো। ওই হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও তেহরান তা অস্বীকার করে।#সূত্র:রয়টার্স ও আরব নিউজ। 

প্রজন্মনিউজ২৪/ফাহাদ

এ সম্পর্কিত খবর

ইরানের প্রেসিডেন্ট রাইসির পাকিস্তান সফরের কারণ কী

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করা হয়েছে তা সর্বজনবিদিত

দক্ষিণ লেবাননে ফসফরাস বোমা হামলার কারণ জানালো ইসরায়েল

হাতিয়াতে ভোট ছাড়াই জয়ী হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস-চেয়ারম্যান

ভোলার তজুমদ্দিনে চর দখল নিয়ে বিরোধ" দফায় দফায় সংঘর্ষ"খুনের শঙ্কা

‘নিজের জীবন নিয়ে খুব ভয় হয়’, সড়কে অবস্থান নেয়া স্কুলশিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম ‌‘যুদ্ধই’ ঘোষণা করলেন নেতানিয়াহু!

দায়িত্বের কাছে হার মেনেছে ৪০ ডিগ্রি তাপমাত্রা

ফিটনেস ক্যাম্পের পরেই ফিটনেস হারাচ্ছেন খেলোয়াড়রা!

বিশ্ব ধরিত্রী দিবস আজ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ