ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে কোহলিকে সরিয়ে বিশ্ব সেরা বাবর

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২১ ০৫:৪৪:১২ || পরিবর্তিত: ১৪ এপ্রিল, ২০২১ ০৫:৪৪:১২

ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে কোহলিকে সরিয়ে বিশ্ব সেরা বাবর

আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে টিম ইন্ডিয়া অধিনায়ককে সরিয়ে সিংহাসন দখল করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

দীর্ঘ ১২৫৮ দিন পর ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন কোহলি। তাকে টপকে এখন বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান বাবর আজম।
আজ (বুধবার) দুপুরে ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে ৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন বাবর। তার চেয়ে ৮ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছেন কোহলি। পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠলেন বাবর।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের আরেক ব্যাটসম্যান ফখর জামানের। পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে উঠেছেন এই বাঁহাতি তারকা। পাকিস্তানি বোলারদের মধ্যে উন্নতি হয়েছে শাহিন আফ্রিদি ও বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের। দক্ষিণ আফ্রিকার মধ্যে অলরাউন্ডার আন্দিলে ফেহলুকায়ো ১১ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠেছেন এবং ২ ধাপ এগিয়ে ৮৬তম স্থানে বসেছেন টেম্বা বাভুমা।

প্রজন্মনিউজ২৪/শাওন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ