ব্যাংক চালু রাখতে গভর্নরকে চিঠি

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২১ ০৫:০০:৪৮ || পরিবর্তিত: ১৩ এপ্রিল, ২০২১ ০৫:০০:৪৮

ব্যাংক চালু রাখতে গভর্নরকে চিঠি

আগামীকাল (১৪ এপ্রিল) থেকে ব্যাংক কার্যক্রম বন্ধ  রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজনে ব্যাংক চালু রাখতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ(১৩ এপ্রিল) মাঠ প্রশাসন অধিশাখার উপ সচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত চিঠির অনুলিপি  পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবের নিকট। 

বিশেষ প্রয়োজনে ব্যাংক চালু রাখতে এ চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান রেজাউল ইসলাম।

প্রজন্মনিউজ২৪/এসএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ